logo ২৩ মে ২০২৫
সংযমী জীবন পছন্দ করেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৮:০২
image



গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বেশ অনেক বছর কাটানোর পর নিজের সম্পর্কে এক গোপন কথা ফাঁস করলেন অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। ফ্যাশন ডিভা সোনম জানিয়েছেন, তিনি পার্টিতে যেতে পছন্দ করেন না, তাই বেশির ভাগ সময়ই পার্টি করা এড়িয়ে চলেন। এমনকি মদ্যপানও তার অপছ্ন্দ, তাই মদও ছুঁয়ে দেখেন না অভিনেত্রী।






সম্প্রতি এক ওয়েবসাইটের সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বেশ অনেক বছর গ্ল্যামার দুনিয়ায় কাটিয়ে ফেলার পরও কীভাবে এমন বিতর্কহীন জীবন কাটাতে পারলেন অনিল কন্যা। এপ্রসঙ্গে সোনমের মন্তব্য, তিনি আজ পর্যন্ত বলিউডের কারও সঙ্গে প্রেম করেননি, এবং স্ক্যান্ডাল থেকেও নিজেকে দূরে রেখেছেন। পার্টিতেও যান না, কারণ মদ্যপান তিনি করেন না।






প্রসঙ্গত, পার্টির বদলে সোনম প্রতি রাতে দশটা বেজে গেলেই গল্পের বই নিয়ে বিছানায় চলে যান । এবং এই বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না তিনি, জানিয়েছেন সোনম।






(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)