‘দিগন্তের শেষ প্রান্তে’ অহনা
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০২:৫৪

চারু হাইওয়েতে এসে আত্মহত্যার করার জন্য অপেক্ষা করছে। আত্মহত্যা করা ছাড়া যে তার কোন মুক্তি নাই। চারুর স্বামী তার চাইতেও দ্বিগুন বয়সের। নেশাগ্রস্থ স্বামীর অত্যাচার সহ্য করা তার পক্ষে আর কোন ভাবেই সম্ভব হচ্ছে না। তার ফ্যামিলিরতে এই সব বলতে বলতে অসহ্য হয়ে গেছে। ইদানিং সবাই উল্টো তার দোষ দিচ্ছে। তাই পৃথিবীতে বেঁচে থাকা তার কাছে অর্থহীন মনে হচ্ছে।
একটা প্রাইভেট গাড়িতে ঝাঁপিয়ে পড়ে চারু। গাড়িটি চালাচ্ছিলেন নিউরো স্পেশালিষ্ট ডা. মোনা। গাড়ির সামনে ঝাপিয়ে পড়েও চারু মারা যায়নি। বরং ডা. মোনা কিছুদিন তাকে নিজের কর্মস্থলে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে যায়। চারুর ক্ষতিভ্রষ্ট হয়েছে।
ডা. মোনার হাজবেন্ড উৎসব একজন তরুণ স্থপতি। একটি রিয়েল এষ্টেট কোম্পানিতে সে কনসালটেন্ট হিসাবে কাজ করে। সন্ধ্যায় চায়ের টেবিলে উৎসবের সাথে চারুর পরিচয় করিয়ে দেয় মোনা, চারুকে দেখে উৎসব কিংকর্তব্যবিমূঢ়। এতো সেই চারু যার সাথে উৎসবের কাবিন হওয়ার পর পারিবারিক মনোমালিন্যের জের ধরে উৎসব বিয়ে ভেঙ্গে দিয়েছিলো। উৎসব চারুকে চেনার পরও মোনার কাছে বিষয়টি চেপে যায়।
মোনার ডিউটি টাইমের ফাঁকে উৎসব বাসায় আসে, চারুও যে উৎসবকে চিনতে পেরেছে, কথার প্রসঙ্গে সেটি বেরিয়ে আসে। উৎসব স্তম্ভিত, তবে কি চারুর স্মৃতি ভ্রষ্টের বিষয়টি ভান? এমনি কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দিগন্তের শেষ প্রান্তে’। এই নাটকটিতে চারুর ভূমিকায় অভিনয় করেছেন অহনা। এছাড়াও এতে অভিনয় করেছেন,
তানভীর, নুসরাত, ডায়না প্রমুখ।
আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দেবাশীষ বড়ুয়া দীপ।
এটিএন বাংলায় ২২ সেপ্টেম্বর রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ এই নাটকটি।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)