logo ১৬ আগস্ট ২০২৫
সাংবাদিককে বিয়ে করলেন কোনাল
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২০:১৩
image



বিয়ে করলেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। কোনালের স্বামী মনজুর কাদের জিয়া পেশায় বিনোদন সাংবাদিক।






গতকাল বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরে কোনালের একজন আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পরিবারের নিকটআত্মীয়েরা উপস্থিত ছিলেন।



কোনাল জানান, দীর্ঘ দিন ধরে তার বিয়ের কথাবার্তা চলছিল। তবে কোনালের বাবার পীড়াপীড়িতেই বিয়েটা তাড়াতাড়ি হয়। কেননা, তিনি প্রবাসে জীবন যাপন করেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। শিগগিরই আবার বিদেশে যাবেন। তাই দেশে থাকাকালীন মেয়ের বিয়ে দিয়ে যেতে চেয়েছিলেন। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।






জিয়া বলেন, ‘বুধবার সন্ধ্যায় বিয়েটা এতো দ্রুত ঘটে গেছে যে, কারও সঙ্গে যোগাযোগের সময় পাইনি। কোনালের সঙ্গে বাকি জীবনটা কাটাবো বলে ভালাবাসার পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’






(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এজেড)