বিমান ভাড়ার অভাবে আন্তর্জাতিক পুরস্কার আনতে পারছেন না আবরার
শাহজালাল রোহান, প্রদায়ক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৫:২৭

ফিল্মকে নিয়েই তার ধ্যান জ্ঞান। বড় হতে চান ফিল্মকে ভালোবেসে। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রোকেন ড্রিম’, যেটা ২০১৩ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এ বছর পুরস্কৃত হয় তার দ্বিতীয় শর্টফিল্ম ‘অ্যালান কুর্দি ফ্রম হ্যাভেন’ চলচ্চিত্রটি। বলা হচ্ছে তরুণ নির্মাতা সি এম সাইয়েদুল আবরারের কথা।
‘অ্যালান কুর্দি ফ্রম হ্যাভেন’ সিনেমাটি জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনাইটেড নেশানস অ্যালায়েন্স অব সিভিলাইজেশন এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) আয়োজিত নিউইয়র্ক ভিত্তিক প্লুরাল প্লাস ইয়ুথ ভিডিও ফেস্টিভালে পার্টনার অ্যাওয়ার্ড ‘প্লুরাল প্লাস শিন ইন্ডিয়া ২০০১৬’ পুরস্কারে ভূষিত হয়।। কিন্তু বিমান ভাড়ার টাকা যোগাড় হচ্ছে না বলে পুরষ্কার নেবার সেই অনুষ্ঠানে যোগ দিতে পারছে না চলচ্চিত্রটির নির্মাতা সাইয়েদুল আবরার।
এ স্বল্প দৈর্ঘ্য এই চলচ্চিত্র নির্মাতা ঢাকাটাইমসকে বলেন, সামাজিক দায়বদ্ধতা ও শর্ট ফিল্মের ভবিষ্যতে জন্য স্পন্সরশিপ করার জন্য সবার কাছে আহ্বান জানাই। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত উৎসবে অংশগ্রহণের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি। চলচ্চিত্রের এ উৎসবে অংশগ্রহণ করে আমি ও দেশের মানমর্যাদা অনেকাংশে বৃদ্ধি করতে চাই।
তিনি আরও বলেন, সব আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাতের সাথে দেখা করে নিজের জ্ঞানকে আরো শানিত করতে চাই। নিজের দেশ ও নিজের জন্য এ সুযোগ আমি হাত ছাড়া করতে চাই না।
সি এম সাইদুল আবরারে জন্ম চট্টগ্রামে। বেড়ে উঠেছেন ঢাকায়। গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এস এসসি পাশ করে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়ছেন আবরার। এ বয়সেই নির্মাণ করেছে দুটি চলচ্চিত্র। তিনি চিলড্রেন ফিল্ম সোসাইটির সদস্য।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজেড)