সেরে উঠছেন লাকী আখন্দ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪৯:২৫
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঙ্গীতশিল্পী লাকী আখন্দের শারীরিক অবস্থা উন্নতির দিকে। সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের অধ্যাপক ডা. নিজামুদ্দিন আহমেদ জানান, বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা আগের চাইতে উন্নতির দিকে। মাঝে মাঝে হারমোনিয়াম বাজিয়ে সঙ্গীতও পরিবেশন করছেন।
তিনি জানান, ফুসফুসের ক্যানসার একটি নিরাময় অযোগ্য রোগ। লাকী আখন্দের ফুসফুস থেকে ক্যানসার শিরদাঁড়া ও হাড়ে ছড়িয়ে পড়েছে। তাকে যন্ত্রণা ও কষ্টমুক্ত রাখতে প্যালিয়েটিভ কেয়ারের পক্ষ থেকে সর্বোত্তম চিকিৎসাসেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার, অনকোলজি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।
সম্প্রতি লাকী আখন্দের সম্মানে টিএসসিতে দেশের ৩০টি ব্যান্ড কনসার্ট করেছে। এ ছাড়া লাকী আখন্দের জন্য ‘আর্ট লাভার্স টরন্টো’-এর আয়োজনে কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সংগীতসন্ধ্যা। কনসার্টে পাওয়া সব টাকা লাকী আখন্দের ব্যাংক আক্যাউন্টে এরইমধ্যে জমা হয়েছে বলে জানান লাকী আখন্দের মেয়ে মাম-মিনতি।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি)