সঞ্জয়ের রানি দীপিকা?
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:২৬:৪১

দীপিকা পাড়ুকোনের ভক্তদের জন্য সুখবর৷ আবারও এক অন্যধরনের চরিত্রে তাকে দেখতে পাবেন সকলে৷ আর সেই ছবির নাম ‘রানি পদ্মাবতী’৷
একের পর এক ছবিতে দেখা গিয়েছে দীপিকাকে৷ সারা বছরই সিনেমাহলে তার ছবির আনাগোনা ছিল দেখার মতো৷ ককটেল থেকে চেন্নাই এক্সপ্রেস, পিকু থেকে বাজিরাও মাস্তানি, দীপিকা নিজেকে বারবার গড়েছেন, বারবার ভেঙ্গেছেনও৷ প্রতিবারই যেন দর্শকের চাহিদা তিনি বুঝতে পেরেছিলেন৷ আর তাই তার প্রতি প্রত্যাশা বেড়েও যাচ্ছে উত্তরোত্তর৷ মাঝখানে, বেশ কিছুটা সময় হলিউডি ছবির কাজে ব্যস্ত থাকলেও, আবার তিনি ফিরে এসেছেন স্ব-মহিমায়৷ আর এবার তার লক্ষ্য, রানি পদ্মাবতী৷
সঞ্জয় লীলা বনশালির ছবি রানি পদ্মাবতীতে অভিনয় করবেন দীপিকা৷ আলাউদ্দিন খিলজী ও রানি পদ্মাবতীর জমকালো কাহিনিই এই ছবির মূল বিষয়বস্তু বলে জানা গিয়েছে৷
সঞ্জয় লীলা বনশালি মানেই, এক জমজমাট রঙিন সেটে শুটিং৷ সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই লার্জার দ্যান লাইফ চিন্তাভাবনা৷ সঙ্গে যদি থাকে দুর্দান্ত গল্প, তা হলে তো কেল্লাফতে৷ আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন দীপিকা৷ ২০১৭-তেও যেন তার রাজপাট অটুট থাকে, সেই ব্যবস্থাই করতে চলেছেন তিনি, এই ছবির হাত ধরে৷
সব ঠিক থাকলে আগামী অক্টোবরেই শুরু হবে এই ছবির শুটিং৷ মুম্বাইয়ের মেহবুব স্টুডিও তাই সেজে উঠেছে ইতিমধ্যেই৷ ছবির মহুরত যে এখানেই হবে৷ গোরেগাঁও-এর ফিল্ম সিটিতেও হবে এই ছবির শুটিং৷ বাজীরাও মাস্তানি, পদ্মাবতীর চরিত্রে নিজেকে কতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন, তা জানতে একটু ধৈর্য্য ধরতেই হবে দীপিকার ভক্তদের৷
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড)