ভক্তদের জন্য আনুশকার অভিনব পুরস্কার
ঢাকাটাইমস ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০২:০৩
অভিনেতা-অভিনেত্রীদের কাছে সবচেয়ে প্রিয় তাদের দর্শকরা। কারণ দর্শকরাই তাঁদের শিল্পীর থেকে নক্ষত্র বানাতে পারেন৷ আর তার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানান৷ কিন্তু দর্শকরা কি শুধু ধন্যবাদে খুশি হতে পারেন? তাই দর্শকদের আনন্দ দিতে মাঝেমধ্যে তাদের স্পেশাল পারফরম্যান্স দেন সেলেবরা৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কখনও আসেন লাইভ, কখনও আবার পোস্ট করেন মজার ভিডিও৷
একইভাবে ভক্তদের জন্য বিশেষ দুটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী আনুশকা শর্মা৷ গাড়িতে সফর করার পথে ভাংড়ার তালে রীতিমতো নাচলেন অভিনেত্রী৷ শুধু ভাংড়াই নাচলেন না তিনি৷ সুলতান ছবির একটি র্যাপে গলা মেলালেন তিনি৷
সম্প্রতি ইমতিয়াজ আলির আগামী ছবি ‘দ্য রিং’-এর শুটিংয়ের কাজে শাহরুখ এবং আনুশকা রয়েছেন আমস্টারডামে৷ সেখান থেকেই ভক্তদের ভিন্নধর্মী এই ভালোবাসা পাঠালেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/জেবি)