logo ১৯ এপ্রিল ২০২৫
শত পর্বে ‘লাইফ ইন এ মেট্রো’
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৮:৫৩
image



এটিএন বাংলায় আজ  রাত ৯.২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লাইফ ইন এ মেট্রো’। আজ প্রচার হবে ধারাবাহিকটির শততম  পর্ব। শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।






নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, মারজুক রাসেল, নীরব, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। 






‘লাইফ ইন এ মেট্রো’ আধুনিক ঢাকার বেশকিছু তরুণের গল্প। যারা কখনো মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক আবার কখনোবা উশৃঙ্খ, পরিবারের জন্য দুঃস্বপ্ন, বেকার ও মাদকাসক্ত।






এই তরুণদের পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্ক, ভালোবাসা, বিরহ, দ্বন্দ্ব, বিশ্বাস-অবিশ্বাস ও সর্বোপরি বন্ধুত্বটা স্পটভাবে উঠে আসবে ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকে।






নানান প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও জীবনের জয়গানই মুগ্ধ ক্যানভাসে চিত্রিত হয়ে টেলিভিশন পর্দায় আবির্ভূত হবে ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকের মাধ্যমে।






(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)