logo ০৪ এপ্রিল ২০২৫
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৪:০৩
image




মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে বুধবার দুপুরে বিদ্যুৎস্পষ্টে মহন আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। সে ওই গ্রামের নিয়াত আলীর ছেলে।



স্থানীয় সূত্রে জানা গেছে, মহন আলী সার কিনে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ইয়ারুলের বাড়ি থেকে দোকানে নেয়া  বিদ্যুৎ-এর সাইড লাইনের সাথে তার হাতে থাকা হাসুয়া লেগে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্টে হন মহন।  এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  



(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)