logo ০৪ এপ্রিল ২০২৫
কুমিল্লায় ৭’শ বোতল ফেনসিডিলসহ আটক ১২
কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫২:৫৬
image




কুমিল্লায় বিশেষ অভিযানে ৭শ বোতল ফেনসিডিলসহ ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।



বুধবার জেলার সদর দক্ষিণ বাঘরপুর-সুয়াগাজী সড়ক থেকে মাদকসহ তাদের আটক করা হয়।



আটকৃতরা হলেন- রাজশাহীর চুটিয়া থানার আটভাগ গ্রারেম নুরুল আমিনের ছেলে দ্বীন ইসলাম (২৭), কুমিল্লা সদর দক্ষিণ থানার কমলপুর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মো. কবির হোসেন (২৮), আব্দুল সোবহানের ছেলে মো. সাদ্দাম হোসেন (২০), মৃত বাহন মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (২৫), মৃত মোহন মিয়ার ছেলে মো. কবির হোসেন (২০), মৃত কালা মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৫), মৃত মোহন মিয়া ছেলে মো. আজাদ হোসেন (২০), মৃত আব্দুল মতিন ছেলে জামাল (২৭), মৃত মোহন মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪), মৃত খোকন মিয়ার ছেলে হাসান (২০), সুবর্ণ পুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোর্শেদ আলম (২৭)।



বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহ্ কামাল আকন্দ জানান, সদর দক্ষিণ মডেল থানাধীন যমুনা আবাসিক হোটেল এর বিপরীতে বাঘরপুর-সোয়াগাজী রাস্তা হতে ৭শ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে।



(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্ব্র/প্রতিনিধি/ইএস)