এক জনকে হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ড দিয়েছে বরগুনার একটি আদালত। আরও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। সকালে বরগুনা অতিরিক্ত জেলা ও দায়ার জজ আবু তাহের এই রায় দেন।
প্রাণদণ্ডপ্রাপ্ত চার জন হলেন শহিদুল চৌকিদার, বারেক চৌকিদার, বশির মাতুব্বর ও মোয়াজ্জেম। যাবজ্জীবন দণ্ড পেয়েছেন আবদুর রব চৌকিদার ও মজিবর।
রাষ্ট্রপক্ষ জানায়, ২০১২ সালের ১০ এপ্রিল আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী নয়া মিয়াকে পাটা পুতা দিয়ে শরীরের নিচের অংশ থেঁতলে দেন আসামি শহিদুল চৌকিদার। পরে হাসপাতালে মারা যান নয়া মিয়া। এই ঘটনায় নয়া মিয়ার ছেলে মো. নাসির উদ্দীনকে ছয় জনকে আসামি করে আমতলী থানায় মামলা করেন।
রায়ের পর সন্তোষ জানিয়ে বাদী নাসির উদ্দিন বলেন, ‘বাবাকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। আদালতের রায়ে আমরা সবাই খুশি।’
রাষ্ট্রপক্ষের আইজীবী আক্তারুজ্জামান বাহাদুর জানান, এই মামলায় মোট ১৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে রায় দেয়া হয়েছে।
তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছে আসামিপক্ষ। তাদের আইজীবী কমল কান্তি দাসের দাবি, তারা ন্যয়বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান তিনি।
ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/ডব্লিউবি