logo ০৪ এপ্রিল ২০২৫
গুরুদাসপুরে ১০ বোমা ও সরঞ্জামসহ আটক ১
নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৩:১৫
image




নাটোরের গুরুদাসপুরে ১০টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ শরিফুল ইসলাম নামে একজনকে  আটক করেছে র‌্যাব-৫ । মঙ্গলবার রাতে নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।



র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এ সময় চকআলাদতখা গ্রামে শরিফুলের বাড়ি থেকে ১০টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।  



বুধবার দুপুরে র‌্যাব-৫-এর নাটোর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো  হয়।



র‌্যাবের নাটোর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শরিফুল উপজেলার চকআলাদতখা গ্রামের মৃত শাজাহানের ছেলে।



(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/মোআ)