logo ১১ এপ্রিল ২০২৫
মুন্সীগঞ্জ কৃষি অফিসের প্রহরীর ওপর সন্ত্রাসী হামলা
নাদিম মাহমুদ, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৭:৪৮
image



মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের নৈশ্য প্রহরী গার্ড দিদার হোসেনকে ব্যাপক মরধর করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে হাটলক্ষিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।






জানা যায়, প্রতিদিনের মত ৪টার পরে অফিসে যাওয়ার সময় পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে দিদারকে উঠিয়ে নিয়ে যায় কতিপয় সন্ত্রাসী। বেড়িবাঁধ এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে তাকে ব্যাপক মারধর করে তারা। পরে লোকজন মমূর্ষ অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে ভর্তি করে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।






ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ হাসান জানান, দিদার সরকারি অফিসের নৈশ প্রহরী। তাকে আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে মামলা করা হবে।






(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)