ভূমি জালিয়াতি: নেত্রকোণায় সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার চার
নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০২:৫৮

সরকারি ও ব্যক্তিগত ভূমি জালিয়াতির মামলায় দুইজন সরকারি কর্মকর্তা, সাবেক জনপ্রতিনিধিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে দুদকের করা মামলায় ধরা হয় তাদেরকে। এরা হলেন নেত্রকোণা সদর ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বিনয় চন্দ্র সেন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মনিরুল হক, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদরুজ্জাহান খান মানিক ও তার স্ত্রী হোসনে আরা খানম রীনা।
এদের মধ্যে সরকারি দুই কর্মকর্তাকে তাদের অফিস থেকে এবং সাবেক চেয়ারম্যান ও তার পত্নীকে নেত্রকোণা শহরের সাতপাই এলাকায় তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণা মডেল থানার উপপুলিশ পরিদর্শক আল আমীন জানান, ব্যক্তিগত সম্পাত্তি, সরকারি সম্পত্তি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নামজারি করে ভোগদখলসহ আত্মসাতের এবং আত্মসাতে সহযোগিতার অভিযোগে মামলা হয় গ্রেপ্তারদের বিরুদ্ধে। বুধবার দায়ের এই মামলাটি করেন দুর্ণীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর চার আসাসিকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/ডব্লিউবি