logo ১২ মে ২০২৫
চাঁদপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০২:০২
image




চাঁদপুর জেলার শাহরাস্তি ও মতলব উপজেলায় পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। বুধবার দুপুরে শাহরাস্তি সূচিপাড়া এলাকার দিন মজুর ফরিদ হোসেনের তিন বছরের মেয়ে মরিয়ম আক্তার খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এদিকে বিকালে মতলব উত্তরের অলিপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মুশফিক (৪) খেলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  



(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)