logo ২২ মে ২০২৫
‘র‌্যাঙ্কিংয়ে সাতে আসছি বলেই এত প্রশ্ন’
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৪:৩৪
image



‘এর আগে র‌্যাঙ্কিং নিয়ে এত প্রশ্ন আসেনি। আমরা র‌্যাঙ্কিংয়ে সাতে আসছি বলেই এত প্রশ্ন শুনতে হচ্ছে।’ শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে র‌্যাঙ্কিংয়ে নিয়ে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  






আমরা খারাপ খেললে র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে যাবো এমনটি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমরা যত দ্রুত র‌্যাঙ্কিংয়ে উন্নতি করছি। খারাপ করলে তেমনিভাবে নিচে নেমে যাবো। তবে পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনো দলের সঙ্গেই জেতা সম্ভব। আর ভালো করতে পারলেই র‌্যাঙ্কিং এগিয়ে যাবেই।’






সিরিজ নির্ধারণী ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবো বাংলাদেশ এমন আশা মাশরাফির। ‘আমার কাছে মনে হয় না আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি, যে সাফল্যগুলো পেয়েছি, তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে শেষ ম্যাচে মাঠে নামবো।’






উল্লেখ্য, শনিবার মিরপুরে তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেইউএম)