সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫১:০৫
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ছাড় দিতে রাজি নন আফগানিস্তান। নিজেদের সেরাটা দিয়ে হলেও সিরিজ জিততে মরিয়া আফগানরা।
শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদী।
সেরা খেলে সিরিজ জিততে চাই এমনটি উল্লেখ করে শাহিদী বলেন, ‘আমরা বাংলাদেশে ইতিবাচক ক্রিকেট খেলতেই এসেছি। গেল দুই ম্যাচে আমরা কিছু কিছু ভুল করেছি। সেগুলো শুধরে শেষ ম্যাচে ভালো করতে চাই। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। লড়াই হবে। তবে সেরাটা দিয়ে সিরিজ জিততে চাই।’
‘জয় পেলে এটা একটা নতুন প্রাপ্তি হবে। এখানেই শেষ না। সামনেও ভালো করতে চাই। প্রতিটা দলের বিপক্ষেই আমরা লড়বো।’ বলেছেন হাসমতউল্লাহ শাহিদী।
উল্লেখ্য, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেইউএম)