logo ০৪ এপ্রিল ২০২৫
কোহলি ফের ব্যর্থ,পূজারা-রাহানের ব্যাটে রক্ষা
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৪:১৫
image



ওয়ানডেতে তিনি বিশ্বসেরা ব্যাটসম্যান। সে তুলনায় টেস্টে বিরাট কোহলির লেভেল অনেকটাই নিচে। নিজেদের মাটিতে কিউই বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছেন না ভারত অধিনায়ক। কানপুরে ব্যর্থ হওয়ার পর  ইডেনে  করলেন মাত্র ৯! রান পেলেন পূজারা ও রাহানে।এ দুজনের দৃঢ়তায় প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ভারতের রান ৭ উইকেটে ২৩৯।






সকালে ভারতের মাটিতে ২৫০তম টেস্ট ম্যাচের সূচনা হয় ইডেন বেল বাজিয়ে। লর্ডসের ঢঙে তৈরি ইডেন বেলের উদ্বোধন হয় ‘৮৩ বিশ্বকাপ জয়ের অধিনায়ক কপিলদেব নিখাঞ্জের হাত ধরে।






ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খান দুই ভারতীয় ওপেনার মুরলী বিজয় ও শিখর ধাওয়ান। ৪৬ রানে যখন তিনটে উইকেট খুইয়ে চাপে ভারতীয় শিবির তখন ফের দলের ত্রাতা হন চেতেশ্বর পূজারা। ৮৭ রানের লম্বা ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন তিনি।






ইডেন রোহিত শর্মাকে খালি হাতে ফেরায় না। প্রথম ইনিংসে তাকে প্রায় খালি হাতেই ফিরতে হল। করলেন ২ রান। তারপর হাল ধরলেন রাহানে (৭৭)। দলকে ২০০ রানে পৌঁছে দিয়েই আউট হলেন তিনি। দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা (২৬) ও জাদেজা (১৪)।  নিউজিল্যান্ডের পক্ষে হেনরি ৩টি ও প্যাটেল ২ উইকেট নেন।






(ঢাকাটাইমস/৩০অক্টোবর/ডিএইচ)