logo ০৪ এপ্রিল ২০২৫
তিন স্পিনার-দুই পেসার, সৌম্যের জায়গায় ইমরুল?
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪০:৫৬
image



তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে কেউই ভালো করতে পারছেন না। গেল কয়েক ম্যাচের পরিসংখ্যান সেই কথাই বলছে। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের ব্যাট হাসলেও আরেক ওপেনার সৌম্য সরকার ছিলেন রান খরায়।






এরপর আফগান সিরিজেও একই অবস্থা দেখা যাচ্ছে সৌম্যর। ব্যাট হাতে ভালো করতে পারছেন না তিনি। প্রথম ওয়ানডেতে ফিরেছেন শূন্য হাতেই। আর দ্বিতীয় ম্যাচে করেছেন ৩১ বলে ২০ রান।






তাছাড়া দেশের মাটিতে ভারত-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কথা বলেনি তাঁর ব্যাট। বলতে গেলে প্রায় বছরখানেক ধরেই ২২ গজে নিষ্প্রভ সৌম্য।






এমন ফর্মহীনতার কারণে আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে সৌম্যকে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে তামিমের সঙ্গে ওপেনিং করতে পারেন ইমরুল কায়েস।






কায়েস দলের প্রয়োজনে লড়াই করতে জানেন। আফগানিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডেতে দলকে ৩৭ রান উপহার দিয়েছিলেন তিনি। এছাড়া দলে সুযোগ পেলেই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেন। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে কায়েসের ঝলমলে ইনিংস সেই সাক্ষ্যই দিচ্ছে। 






শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওই ম্যাচে দুই পেসারের পাশাপাশি তিন স্পিনার নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। স্পিন নির্ভর উইকেটে গেল দুই ম্যাচের তিক্ত অভিজ্ঞতার কারণে এমন পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে।






বাংলাদেশের সম্ভাব্য একাদশ:






তামিম ইকবাল, সৌম্য সরকার/ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক),তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেইউএম)