বিপিএলের খেলোয়াড় ড্রাফটের মূল চমকটা আগেই সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আজ কেবল আনুষ্ঠানিকতা। কারণ চতুর্থ আসরের বিদেশি তারকাদের আগেই দলে ভিড়িয়েছে দলগুলো। তাছাড়া চূড়ান্ত হয়ে গেছে সাত আইকনও।
আগের বছরের মতো এবারও লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। আর ক্রিস গেইলকে দলে নিয়েছে চট্টগ্রাম ভাইকিংস। রংপুর রাইডার্সের পক্ষে খেলবেন শহীদ আফ্রিদি।
ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, রবি বোপারা, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমাদ ওয়াসিম, আসর জাইদি, সোহেল তানভীর, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা।
খুলনা টাইটানস: নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হোয়েল।
রংপুর রাইডার্স: শহীদ আফ্রিদি, শার্জিল খান, রিচার্ড গ্লিসন, বাবর আজম, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানকা, গিড্রন পোপ।
বরিশাল বুলস: দিলশান মুনাবীরা।
রাজশালী কিংস: ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি
চট্টগ্রাম ভাইকিংস: ক্রিস গেইল, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবী, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক।
বিপিএল-এর সাত আইকনের প্লেয়ার ড্রাফট:
সাকিব আল হাসান: (মূল্যমান ৫৫ লাখ)
মুশফিকুর রহিম: (মূল্যমান ৫০ লাখ)
তামিম ইকবাল: (৫০ লাখ)
মাহমুদউল্লাহ রিয়াদ: (৫০ লাখ)
মাশরাফি বিন মুর্তজা: (৫০ লাখ)
সাব্বির রহমান ও সৌম্য সরকার: (৪০ লাখ করে)
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে সাত আইকন চূড়ান্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেইউএম)