logo ০৪ এপ্রিল ২০২৫
মিরাজ-সোহান রাজশাহীর, শফিউল-মোশাররফ খুলনার
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৮:২৫
image



আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার মাহবুবুল আনামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্লেয়ার বাই চয়েজ। যেখানে নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজকে দলভুক্ত করে রাজশাহী কিংস। আর খুলনা টাইটানসের কর্ণধার কাজী ইনাম আহমেদ বেছে নেন মোশাররফ হোসেন রুবেল ও পেসার শফিউল ইসলামকে।






এর আগে পুরনো পাঁচ ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস,ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস দুই জন করে খেলোয়াড় রেখে দলে রাখার সুযোগ পায়। ফলে পাঁচটি দল দুইজন করে ক্রিকেটার রেখে দিয়েছে। 






ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেনকে। রংপুর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনকে। চট্টগ্রাম তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়কে। কুমিল্লা ইমরুল কায়েস ও লিটন দাস। বরিশাল আল আমিন হোসেন ও তাইজুল ইসলামকে দলে রেখে দিয়েছে।






ঢাকা ডায়নামাইটস: মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন।






খুলনা টাইটানস: মোশারফ হোসেন রুবেল, শফিউল ইসলাম।






বরিশাল বুলস: আল আমিন হোসেন ও তাইজুল ইসলাম।






কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস ও লিটন কুমার দাস।






রাজশাহী কিংস: নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ।






চিটাগং ভাইকিংস: তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়।






রংপুর রাইডার্স: আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুন।






 (ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেইউএম)