ঢাকা: চলচ্চিত্রের গানে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। সম্প্রতি একটি ছবির নতুন আইটেম গানে কণ্ঠ দিলেন এই গায়িকা। এর আগে আইটেম গান গাইলেও এবারেরটির ঢং বেশ আলাদা।
কথা-সুর-সংগীতায়োজনে ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা, এমনটাই জানালেন কনা। ‘দিলেতে চোট লেগেছে, তার ছিঁড়েছে ব্রেনে‘এমন কথার এই গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
আলভী আহমেদ পরিচালিত ‘ইউ টার্ন’ ছবিতে স্থান পাবে এই গানটি। খুব শিগগিরই এর দৃশ্যায়ন হবে বলে জানিয়েছেন পরিচালক। এর মাধ্যমে দীর্ঘদিন পর ফুয়াদের সুর-সংগীতে আবারও গান করলেন কণা।
কনা বলেন, ফুয়াদ ভাইয়ের সুর-সংগীতে অনেক গানই গেয়েছি। আমার অ্যালবামের জন্যও তার করা গানগুলো শ্রোতারা অনেক পছন্দ করেছেন। তবে মধ্যে অনেকটা সময় কাজ করা হয়নি একসঙ্গে। এবার ফুয়াদ ভাইয়ের সঙ্গে আবারও কাজ করলাম। এটি ‘ইউটার্ন’ ছবির আইটেম গান। কথাগুলো বেশ মজার। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে।
এদিকে এই গানের বাইরে সম্প্রতি গুণী সংগীত শিল্পী সুবীর নন্দীর সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কণা।রওশন আরা নীপা পরিচালিত ‘মহুয়া সুন্দরী’ ছবির এ গানটির কথা লিখেছেন তাপস
চৌধুরী।সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায়।
এছাড়া আরও একটি নতুন খবর হচ্ছে কনার ফ্যানপেজ ফেসবুক কর্তৃপক্ষ এরই মধ্যে ভেরিফায়েড করেছে। বিষয়টি নিয়ে কনা বেশ আনন্দিত।