প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৮:৩৩আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩২:৪৫
সাংবাদিকদের বসিয়ে রেখে আসলেন না নেহা কাক্কার
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
ই-মেকার্সের আয়োজনে কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের কণ্ঠশিল্পী নেহা কাক্কার। সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত 'পাওয়ার কার্বনেটেড বেভারেজ প্রেজেন্টস নেহা কাক্কার লাইভ ইন ঢাকা পাওয়ার্ড বাই ভিশন এলইডি' কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে তিনি সকালে ঢাকায় এসে গুলশানের ওয়েস্টিন হোটেলে ওঠেন। কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ দুপুর ১২ টায় হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের নেহা কাক্কারের উপস্থিত হওয়ার কথা ছিল।সাংবাদিকরা যথা সময়ে উপস্থিত থাকলেও নেহা কাক্কারকে সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। একপর্যায়ে সাংবাদিকরা ক্ষুব্ধ হলে আয়োজকরা দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে জানান সংবাদ সম্মেলনে নেহা কাক্কার উপস্থিত থাকতে পারছেন না। সাংবাদিকদের আশ্বাস দিয়ে আয়োজকরা জানান, কনসার্টের আগে সাংবাদিকদের সামনে আনা হবে নেহা কাক্কারকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আয়োজক প্রতিষ্ঠান এটিএন ইভেন্টস এর পরিচালক মাসুদুর রহমান বলেন, আমরা অনুষ্ঠানস্থলে অনুষ্ঠানের আগেই একটি সংবাদ সম্মেলন আয়োজন করবো তবে সংবাদ সম্মেলনের সময়টি তিনি জানাতে পারেননি।
উল্লেখ্য, কাক্কার ছাড়া কনসার্টটিতে বাংলাদেশী শিল্পি হিসেবে শফি মন্ডল, পাওয়ার ভয়েজ খ্যাত মৌসুমী, আনিকা ও জয় এর পারফর্ম করার কথা থাকলেও তাদের কাওকেই সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।