করণ জোহর, অনুরাগ কাশ্যপদের দলে যোগ দিলেন সাইফ আলি খান। সওয়াল করলেন ভারত-পাক পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদানের পক্ষে। পাশে দাঁড়ালেন ভারতে কাজ করতে আসা পাক অভিনেতা, অভিনেত্রীদের।
সাইফের স্পষ্ট কথা, ‘শিল্পীদের বয়কটের মধ্যে ভারত-পাক সমস্যার সমাধান লুকিয়ে নেই। উল্টে পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদানে বাধা সৃষ্টির বদলে সরকারের উচিত তাতে উৎসাহ দেওয়া। এই আদানপ্রদানে হস্তক্ষেপ করা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্ত ট্যালেন্ট ফোরামে বাধা সৃষ্টি করা।’
উরি হামলার পরে পাক অভিনেতাদের ভারত ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা (এমএনএস)।
মঙ্গলবার জিকিউ মেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই নিয়ে সাইফের প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরেই পাক অভিনেতাদের পাশে দাঁড়ান তিনি। বলেন, ‘আমরা সকলেই শিল্পী। শান্তি আর ভালবাসার কথা বলে থাকি। এখন ভারতে অভিনয়ের অনুমতি কারা পাবেন আর কারা পাবেন না, আইনের দিকটা মাথায় রেখে তা সরকারকেই স্থির করতে হবে।’