সিনেমায় বাঙ্গালি সংস্কৃতি: রুপবান থেকে খায়রুন সুন্দরী
প্রকাশ : ১৪ এপ্রিল, ২০১৫ ১৩:০৫:২৫
সিনেমায় বাঙ্গালি সংস্কৃতি: রুপবান থেকে খায়রুন সুন্দরী
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
ঢাকা: ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পাকিস্তান আমলে বাংলাদেশে (তৎকালীন পূর্বপাকিস্তান) উর্দু সিনেমার রমরমা ব্যবসা চলছিল। তবে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিত্বের চেতনার উন্মেষের ফলে সাহসী বাঙালি পরিচালকরা এগিয়ে আসেন বাংলা ভাষায় সিনেমা নির্মাণে। উর্দু সিনেমার চটক আর খোলামেলা নাচ-গানের জন্য অনেক সময় বাংলা সিনেমা ভালো ব্যবসা করতে পারতো না। সেসময় বাঙালি পরিচালকরা এমন সিনেমা নির্মাণে আগ্রহী হন যা বাঙালিকে আকর্ষণ করবে তার শিকড়ের দিকে। সে চিন্তা থেকেই পরিচালক সালাউদ্দিন নির্মাণ করেন লোককাহিনিভিত্তিক সিনেমা ‘রূপবান’।
১৯৬৫ সালে মুক্তি পায় ‘রূপবান’। আবহমানকাল থেকে বাংলার সুপরিচিত এ রূপকথাটি সেলুলয়েডে দেখার জন্য সিনেমা হলগুলোতে ব্যাপক ভিড় জমে। সিনেমাটিতে রূপবান চরিত্রে অভিনয় করেছিলেন সুজাতা, রহিম বাদশাহর ভূমিকায় মনসুর এবং রাজকন্যা তাজেলের চরিত্রে চন্দনা। ছবিটির সংগীত পরিচালক হিসেবে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সত্য সাহা। তিনি রূপবানের যাত্রা পালা থেকে প্রচলিত গানগুলো ব্যবহার করেন যাতে লোকজ আবহ অক্ষুণ্ণ থাকে। পুরো ছবিটি নির্মিত হয়েছিল যাত্রাপালার ঢংয়ে। ফলে এটি ছিল লোকজ কাহিনির সরলতা ও সৌন্দর্যে্যর এক বিশ্বস্ত চিত্রায়ন