ঢাকা: এফডিসির প্রতিটি ফ্লোর ফেরদৌসকে চেনে। এ জগতের অলিগলিও তার মুখস্থ। ঠিক তার বিপরীত অবস্থা নবাগত মৌসুমি নাগের। কেবলই তিনি পা রেখেছেন এই রঙিন আঙিনায়। মৌসুমী ‘রান আউট’এ প্রথম কাজ করলেও, ছবিটি এখনো মুক্তি পায়নি। এই অভিনেত্রীর চুক্তিবদ্ধ দ্বিতীয় ছবিটি তাই হতে যাচ্ছে তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি।
‘ফিল মাই লাভ’। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। আর কিছুদিনের মধ্যেই ছবিটি আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।
ঘাতপ্রতিঘাতের সঙ্গে জীবন কটানো এক মিউজিশিয়ানের প্রেম-কাহিনী নিয়েই গড়ে উঠেছে ‘ফিল মাই লাভ’র কাহিনী। ভুল নম্বরের একটি ফোনকল থেকেই প্রেমের সূচনা হয় ওই মিউজিশিয়ানের। এরপর অন্যদিকে মোড় নেয় তার জীবনের গতিপথ।
পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটি মার্চ-এপ্রিলের দিকে সারাদেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। ১৫০ মিনিটের এই ছবিটিতে ফেরদৌস, মৌসুমী এবং প্রাণ রায়সহ আরো কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনয় করেছেন।
নীল আকাশ প্রোডাকশনের ব্যানারে রোমান্টিক গল্পের এ ছবিটি প্রযোজনা করেছেন এম ডি আবু বকর নাসির আকাশ।
‘আগামী ভালোবাসা দিবসকে লক্ষ্য করেই ছবিটির শেষ দিকের কাজ দ্রুত এগিয়ে চলছে। যদি তাই হয় তবে ‘রান আউট’ এর আগেই ‘ফিল মাই লাভ’ ছবিটি দিয়েই বড় পর্দায় মৌসুমী নাগের অভিষেক ঘটতে যাচ্ছে।’ বলেন বিপ্লব হায়দার।
‘ফিল মাই লাভ’ ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের ২০ ফেব্রুয়ারি।