ঢাকা: চাঙা ভাব দেখা দেয়ার একদিনের মাথায় আবার শেয়ারবাজারে ভাটা পড়েছে লেনদেনে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কিছুটা বাড়লে দুই বাজারেই কমেছে লেনদেন। ডিএসইতে ২৫ শতাংশ কমে লেনদেন নেমে এসেছে ৩০০ কোটির ঘরে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ৩৭৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১২৫ কোটি ২২ লাখ টাকার কম লেনদেন। গতকাল ডিএসইতে ৫০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৪ পয়েন্টে।
অন্যদিকে আজ সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।