ঢাকা: পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে সামান্য বেড়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৫৪ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকার কম লেনদেন। সোমবার ডিএসইতে ৪৬৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।