ঢাকা: দেশের পুঁজিবাজারে আজ বুধবার মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। দুই বাজারের লেনদেনেও মিশ্র ভাব লক্ষ্য করা গেছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৭ কোটি ৮১ লাখ টাকার বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৪৫৪ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।