দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় উত্থান হয়েছে। লেনদেন বেড়েছে প্রায় ১৮ শতাংশ। আজ ডিএসইতে লেনদেন ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে। তবে সূচকে ছিল মিশ্র প্রবণতা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৭৮ কোটি ৪৬ লাখ টাকার বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৪২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে।
সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।