দেশের পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে মিশ্র ভাব লক্ষ্য করা গেলেও দুই বাজারেই কমেছে লেনদেন।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, রবিবার ডিএসইতে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪১ কোটি ২০ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৬ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।