দেশের পুঁজিবাজারে আজ মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএইস) সূচক বেড়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে ৪৯৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৯৩ কোটি ২৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৮৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।