‘গণতন্ত্র ছাড়া নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।মঙ্গলবার ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারে ইলিনয়েস স্টেট ইনিভার্সিটির রাজনীতি এবং সরকার বিভাগের চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজের লেখা ‘বাংলাদেশ: এ পলিটিক্যাল হিস্টরি সিন্স ইন্ডিপ্যান্ডেন্স’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উইলিয়াম বি মাইলাম বলেন, ২০১৪ সালের একতরফা নির্বাচন গণতন্ত্রকে পুরোমাত্রায় বিপর্যস্ত করে ফেলে।
বাংলাদেশের প্রধান বিরোধী পক্ষ বিএনপি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেও মত দেন তিনি।
বইটির সারমর্ম বিশ্লেষণ করে প্রফেসর আলী রিয়াজ বলেন, সমতা, মানবিক মূল্যবোধ ও ন্যায়-বিচার এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশের অভ্যূদয় ঘটেছিল। যা পরবর্তীতে সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। অথচ এই তিন স্তম্ভই বারবার হোঁচট খাচ্ছে।
বইটির উপর মতামত ব্যক্ত করে লিসা কার্টিজ জামায়াতে ইসলামের রাজনীতি বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন জানতে চাইলে আলী রিয়াজ বলেন, সাংবিধানিকভাবে কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার সরকারের আছে বলে আমি মনে করি না। তবে এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামীকেই নিতে হবে, মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধ তারা বহন করে চলবে নাকি- এই অপরাধের ক্ষমা চেয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসবে।
বইয়ের উপর মতামত ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, বই হাতে পেলে বিশদ জানা যাবে। তবে লেখককে ধন্যবাদ লেখনিতে ইতিহাসকে বেছে নেবার জন্য।