চলতি বছরেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসছে। আওয়ামী লীগের সম্মেলনের পরপরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হবে। আগামী দুই তিন বছরের মধ্যে মেয়াদোত্তীর্ণ নুতন কমিটি গঠনের সম্ভাবনা না থাকলেও সংশোধিত আকারে এ বছরের মধ্যেই কার্যকরী কমিটি পরিবর্তন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
তিনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের পরপরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হবে। এর পরপরই মেয়াদোত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সুত্র জানায়, সংশোধিত কমিটির আকার বাড়তে পারে। এতে বিভিন্ন স্টেট থেকে নেতা কর্মীকে দলে অর্ন্তভুক্ত করা হবে। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী দলের ভেতরে বির্তকিত, চিহ্নিত কালো তালিকাভুক্ত, অভিযোগকারীসহ দলের ক্ষতি সাধন করে এমন সব নেতাকর্মীকে দল থেকে বাদ দিয়ে নুতন কমিটি গঠন করা হবে।
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি আই রাসেলের আমন্ত্রণে গতকাল রবিবার এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি ফজলুর রহমান, আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহ সভাপতি আকতার হোসাইন, আনিসুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল, সাবেক সভাপতি আলাউদ্দীন আহমেদ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বলেন, ৮১ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংশোধিত কমিটি গঠনের প্রস্তাব এসেছে। তবে এই কমিটির আকার আরও বাড়তে পারে। আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনের তিন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওইদিন নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে তার ৬৯তম জন্মদিনের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করবেন।