ইতালির রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ। এ উপলক্ষে তরপিনাতাত্তারা কমুনের হলে স্থানীয় সময় বুধবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সদ্যসাচী লেখক সৈয়দ সামছুল হকের ইন্তেকালে প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দ, উল্লাস নিষেধ থাকায় অনুষ্ঠানে কেক কাটার পরিবর্তে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত লেখক সৈয়দ হকের জন্য বিশেষ দোয়া করা হয়।
হাজী ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপীয় আ.লীগের সিনিয়র সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আ.লীগ সহ-সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজী, জসিম উদ্দীন জসিম, আব্দুর রউব, যুগ্ম সম্পাদক আতিয়ার রসুল কিটন, শোয়েব দেওয়ান, এমএ রব মিন্টু, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোজাফর হোসেন বাবলু, শ্রমিক লীগ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম, মহিলা লীগ সভাপতি ইয়াসমীন আক্তার রোজী, সম্পাদক নয়না আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মান্নান মাতবর মঞ্জু, এলিন আহমেদ মিঠু, জসিম উদ্দীনসহ অঙ্গ সংগঠনের নেতারা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইদ্রিস ফরাজী বলেন, ইতালি আ.লীগ ঐক্যবদ্ধ আছে। আসন্ন সম্মেলন হবে গণতান্ত্রিক ও সাংগঠনিক নিয়মে।
সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি নেত্রীকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানান।