ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় (ইউপিএম) বাংলাদেশি শিক্ষার্থীদের নবীন বরণ ও বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন পুত্রা মালয়েশিয়া (বিএসইউপিএম) ২০১৬-১৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মাহাসিসওয়া হলরুমে বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন অফ ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএইউপিএম) উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
বিএসএইউপিএম এর সদ্যবিদায়ী সভাপতি মোহা. আবুল বাশিরের সভাপতিত্বে ও মুহাম্মাদ ইশরাক জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মাদ ফারুক হোসাইন।
এ সময় নতুন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএসএইউপিএম'র ছাত্রছাত্রী ও ইউপিএম'র শিক্ষকরা। পরে ২০১৬-১৭ সেশনে বিএসইউপিএম'র সভাপতি হিসেবে মোহাম্মাদ রিয়াজ ও সাধারণ সম্পাদক হিসেবে আরশেদ নিপ্পনের নাম ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি মোহা. আব্দুল বাশির।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বিএসইউপিএম'র সদ্যবিদায়ী সভাপতি মোহা. আব্দুল বাশির বলেন, আত্মীয়-স্বজনদের স্বদেশে রেখে শুধু উচ্চশিক্ষার আশায় আজ তোমরা বিদেশের মাটিতে। আমি চাই তোমরা তোমাদের পড়াশোনা শেষ করে মাতৃভূমির উন্নয়নে কাজ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। এক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমাকেসহ সিনিয়রদের পাশে পাবে।
বিএসইউপিএম'র নতুন কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, সভাপতি থাকাকালীন আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের কতটুকু দিতে পেরেছি জানি না তবে আমি আশা করি নতুন কমিটি বাংলাদেশি ছাত্রদের কল্যাণে আমার চেয়ে আরও বেশি সচেতন থাকবে। বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সন্মান আরও বাড়বে।
নবীন বরণ ও কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো ড. আমিনুর রহমান, এসোসিয়েট প্রফেসর ড. নুরুল আমিন, এইউপিএমআইএসএ প্রেসিডেন্ট মোহাম্মাদ সানি উসমান।