জননন্দিত কথাশিল্পী, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ ধারাবাহিক নাটকটি হিন্দিতে সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস। এর স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় এই টিভি চ্যানেল।
স্টারের নেটওয়ার্কে থাকা প্রায় ১৫০টি দেশে হিন্দি ভাষায় ডাবিং করে এটি প্রচার করা হবে।
স্টার প্লাস গত রবিবার রাত থেকে ‘টুডে ইজ সানডে’ নামে হুমায়ুন আহমেদ এর ‘আজ রবিবার’ জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। বিজ্ঞাপনের প্রোমোতে দেখানো হচ্ছে মেহের আফরোজ শাওন এবং হুমায়ূন আহমেদের বড় মেয়ে শিলা আহমেদ অভিনীত কয়েকটি দৃশ্য। ১ অক্টোবর থেকে স্টার প্লাসে দেখা যাবে এই নাটক।
এ বিষয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। একজন হুমায়ুন ভক্ত হিসেবে আমি নিজেও খুব খুশি। বিশেষ করে হুমায়ুন ভক্তরা অনেক খুশি হয়েছেন।’
শাওন আরও বলেন, এই নাটকটা বেশ কয়েক বছর আগে হুমায়ুন আহমেদ চ্যানেল আইয়ের কাছে দিয়েছিলেন। চ্যানেল আই মূলত উদ্যোগটি নিয়েছিলো। এভাবেই স্টারপ্লাস বাংলাদেশের অনুষ্ঠান চালানোর জন্য হুমায়ুন আহমদের প্রোডাকশন বেছে নিয়েছে। স্টারপ্লাস খুব আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের লিজেন্ডারি একজন লেখক ও নির্মাতার একটি কাজ প্রচার করার জন্য।