এবার ছোট পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনয় শিল্পী শাবানা আজমিকে। যদিও এর আগে তিনি ‘টোয়েন্টি ফোর’ টেলিভিশন সিরিজে ক্যামিও চরিত্রে ছিলেন। আবার ছোট পর্দায় শাবানা। তবে নামভূমিকায়। ‘এক মা যো লাখো কে লিয়ে বনি আম্মা’ টেলি-সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
আর পাঁচটা সিরিজের চেয়ে এই সিরিজ আলাদা। আম্মার চরিত্রে বাস্তবের ছায়াও বেশি। সে ধনীর কাছ থেকে টাকা লুঠ করে গরিবকে দান করে। অনেকটা রবিন হুডের মতো! সত্তর দশকের এক বাস্তব চরিত্রেরও কিছুটা প্রভাব রয়েছে।
এ নিয়ে শাবানা বলেন, ‘যেকোনো অভিনেতারই সব রকম মাধ্যমে কাজ করা উচিত। আমি থিয়েটার এবং ছবিতে কাজ করেছি। টেলিভিশনেও করছি,।
‘গডমাদার’ ছবির গল্পের প্রভাব এই সিরিজে কতটা? উত্তরে শাবানা জানালেন, গল্পে কিছুটা মিল থাকলেও প্রধান চরিত্র দু’টোর বিশেষ মিল নেই। গডমাদারের চরিত্রটা ধীরে ধীরে রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। আম্মার সে রকম কোনও যোগ নেই, সে শুধু সোশ্যাল ওয়ার্ক করে।