logo ০৫ জুলাই ২০২৫
তবু বেঁচে আছে হরিণটি!
ডেস্ক নিউজ, ঢাকা টাইমস
০৬ নভেম্বর, ২০১৩ ১৩:৪৫:০৬
image

ঢাকা : ব্যাপারটা অলৌকিক কি না, তা নিয়ে প্রশ্ন করার অবকাশ নেই। পৃথিবীতে কখনো কখনো এমন কিছু ঘটে, যার কোনো ব্যাখ্যা থাকে না। থাকে না কোনো উত্তর। ঐ সব ঘটনা অবলোকন করে, শুধু বিস্মিতই হতে হয়।


এমনই একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে একটি হরিণকে নিয়ে। সুশান ধর নামে এক ব্যক্তি তার ফেইজ-বুকে একটি ছবি দিয়েছেন। ছবিটিতে দেখা যায়, একটি হরিণের মুখে বিঁধে আছে তীর। কিন্তু কোনো রক্ত ঝরছে ন। হরিণটি ছটফটও করছে না!


ছবিটি দেখে, ডেইলি মেইলের সংবাদকর্মীরা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সুশানের সঙ্গে যোগাযোগ করেন। সুশান সাংবাদিকদের জানান, ‘আমার বাড়ির পেছনে নিউ জেসারি নামে একটি উদ্যান আছে। আমি একদিন সকালে হরিণটিকে ঐ অবস্থায় দেখে, তার কাছে এগিয়ে যাই। হাতে আমার ক্যামেরাটাও ছিল।’


সুশান আরও বলেন, ‘আমি হরিণটাকে ঐ অবস্থায় দেখে অবাক হই। এক পর্যায়ে ছবি তুলতে চেষ্টা করি। কিন্তু হরিণটি তখনো দিব্যি দাঁড়িয়ে ছিল!’


(ঢাকাটাইমস/৬নভেম্বর/এএম/১.০৯ঘ.)