গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে শীত। মুখের চামড়ার টানাভাব জানান দিচ্ছে শীত এসেইে গিয়েছে। গরমের চেয়ে আবহাওয়া বেশি শুষ্ক থাকে বলে এ সময়ে প্রয়োজন বাড়তি চর্চা। নিয়মিত পার্লারে যাবার সময় নেই তো কি হয়েছে। ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে রইল ঘরোয়া কিছু রূপচর্চার পদ্ধতি।
সকল ধরণের ত্বকের জন্য: আনার ত্বক শুষ্ক, তৈলাক্ত কিংবা মিশ্র যাই হোক না কেন নিম্নে দেয়া পদ্ধতির মাধ্যমে আপনি নিয়মিত করতে পারেন ত্বকের যত্নঃ
১. একটি কাঁচের প্লেটে ১ চামচ মাখন ও ১ চামচ দুধ নিয়ে আঙুলের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন । এবার মুখে গলায় লাগিয়ে রাখুন ২০ মিনিট । ২০মিনিট পরে প্রথমে ঠান্ডা ও পরে কুসুম কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।
২. ২ চা চামচ দুধের সর আধা চা চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবার সারা মুখে ও গলায় ম্যাসেজ করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রথমে ঠান্ডা ও পরে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
৩. ১ চা চামচ অলিভ অয়েল নিয়ে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ভিজা তোয়ালে দিয়ে বাড়তি তেল হাল্কা ভাবে মুছে নিন।
শুধুমাত্র তৈলাক্ত ত্বকের জন্য:
অনেকে তৈলাক্ত ত্বকের জন্য মুখে কিছু ব্যবহার করতে ভয় পান। তাদের জন্য এই টিপস:
১ চামচ মধু নিয়ে ম্যাসাজ করুন। ২০ মিনিট পরে ত্বক ধুয়ে ফেলুন।
শীতে আমাদের সবার ত্বকের লাবন্যতা একটু হলেও কমে যায়। ত্বকের লাবন্য ফেরাতে করুন ঘরোয়া কিছু যত্ন
দুধের সর, মসুর ডাল, কাঁচা হলুদ এক সঙ্গে বেটে হলুদ মাখার মতো সারা গায়ে মেখে এক ঘন্টা রেখে গোসল করে নিতে হবে। এছাড়া ৪-৫ ফোঁটা লেবুর রস ও ১০/১৫ ফোটা গোলাপ জলে এক সঙ্গে মিশিয়ে রাত্রে শোবার আগে তুলা দিয়ে মুখটা মুছে নিয়ে পরদিন ঠান্ড পানিতে ধুয়ে ফেলুন, মুখের লাবন্যতা আনেক বৃদ্ধি পাবে।
এই শীতে প্রায় অনেকের ঠোঁটের চামড়া উঠে। এর জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে গ্লিসারিন পানিতে মিশিয়ে ঠোঁটে দিয়ে রাখলে ঠোঁট ফাটবে না এছাড়া ঠোঁট অনেক নরম থাকবে আপনার।
(ঢাকাটাইমস/৭নভেম্বর/ফিচার/এসএ/ঘ)