logo ০৫ মে ২০২৫
আরো কঠোর কর্মসূচি আসছে, থাকছে অসহযোগও
কিরণ সেখ, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৩ ১২:১৭:০৬
image


ঢাকা: প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি মানা না হলে ফের অবরোধ কর্মসূচির চিন্তা করছে ১৮ দলীয় জোট। মঙ্গলবার থেকে এই নতুন কর্মসূচি আসতে পারে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।

একই সাথে বিএনপির একাধিক সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছেন অবরোধ চলছে, চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজপথে ১৮ দলীয় জোট থাকবে ।

সোমবার সন্ধ্যায় নতুন কর্মসূচি আসতে পারে বলে দলীয় সূত্র আভাস দেয়া হয়েছে।

সূত্র আরো জানায়, সরকার ১৮ দলীয় জোটের দাবিকে উপেক্ষা করে একতরফা নির্বাচন করার চেষ্টা করলে প্রয়োজনে অবরোধের দিকে না যেয়ে অসহযোগ আন্দোলনের দিকে যেতে পারে ১৮ দলীয় জোট।

মঙ্গলবার সকাল ৬টায় ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি শেষ হবে। এর মধ্যে সরকার বিএনপির দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

‘সরকার বিএনপির দাবি মেনে না নিলে অবরোধ কর্মসূচি শেষে কি ধরনের কর্মসূচি আসবে? এই প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ঢাকাটাইমসকে বলেন, হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে। এ ধরনের গণতান্ত্রিক আন্দোলনের মধ্যেই বিএনপির আন্দোলন সীমাবদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত সরকার দাবি না মেনে নেবে।

তিনি বলেন, জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে যদি চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন না হয় তাহলে সরকার পতনে হরতাল ও অবরোধ কর্মসূচির আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করা হবে।

একই বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আহমদ আযম খান ঢাকাটাইমসকে বলেন, কি ধরনের কর্মসূচি আসবে তা এখন বলা মুশকিল। এই মুহূর্তে আমি বলতে পারছি না কি ধরনের কর্মসূচি দেয়া হবে। তবে আজ বিকাল পাঁচটার মধ্যে  আমাদের দাবি মেনে সরকার পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, ১৮ দলীয় জোটের ১৩১ ঘন্টা অবরোধ কর্মসূচি শেষে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সাথে চেয়ারপারসন বৈঠক করবেন এবং এরপর ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আযম খান বলেন, আজ আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে  আমাদের দাবি মেনে নিয়ে সরকারের মন্ত্রীরা পদত্যাগ করলে কোন কর্মসূচি দেয়া হবে না। আর এর ব্যত্যয় ঘটলেই কঠোর কর্মসূচি দেয়া হবে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/কেএস/.ঘ )