ঢাকা: গত পাঁচ বছরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিট সম্পদ বেড়েছে ৩৫ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ৭৪২ টাকা। এর মধ্যে তাঁর স্ত্রীর সম্পদও রয়েছে। নির্বাচন কমিশনে দেয়া এরশাদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনে দেয়া ২০০৮-০৯ অর্থবছরের আয়কর বিবরণীতে দেখা গেছে, এরশাদের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৯৩ লাখ সাত হাজার ৩১২ টাকা। এর মধ্যে তাঁর ওপর নির্ভরশীলের সম্পদও রয়েছে। অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরের আয়কর বিবরণীতে দেয়া তথ্যমতে, এরশাদের বর্তমান সম্পদের পরিমাণ ৫১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৫৪ টাকা। এরমধ্যে স্ত্রীর সম্পদও রয়েছে।
তবে বেসরকারি একটি ব্যাংকের কাছে এরশাদের দায় রয়েছে, দুই কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৫৩৫ টাকা। ২০০৮-০৯ অর্থবছরে যা ছিল ছয় কোটি ৭৮ লাখ ৯৮ হাজার ৭১৫ টাকা।
তথ্যবিবরণীতে আরও জানা গেছে, গত পাঁচ বছরে এরশাদের ব্যক্তিগত আয়ও বেড়েছে ৫৬ লাখ ৯০ হাজার ৭৪২ টাকা। নির্বাচনী হলফনামায় দেখা যায়, ২০১৩-১৪ আয়কর বিবরণী অনুযায়ী এরশাদের মোট আয় হচ্ছে ৯৫ লাখ ৫০ হাজার ৭৪২ টাকা। ২০০৮-০৯ অর্থবছরে যা ছিল ৩৮ লাখ ৬০ হাজার টাকা। তার প্রধান আয়ের উৎস শেয়ার, সঞ্চয়পত্র/ ব্যাংক আমানত। এ খাত থেকে তিনি আয় করেন ৯১ লাখ ৫৭ হাজার ৭৯২ টাকা। তারপরই চাকরি থেকে আয় ১৪ লাখ ৫৭ হাজার ৩৯৯ টাকা। ব্যবসা থেকে আসে মাত্র ৬২ হাজার ৯৫০ টাকা।
হলফনামায় এরশাদের পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে চেয়ারম্যান ও প্রোপাইটর। এছাড়া তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। তবে সার্টিফিকেট হারিয়ে গেছে। এজন্য থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।ডায়েরি নং ৮৪২। তারিখ ১১-১১-২০০৮।
ফৌজদারি মামলা: হলনামায় দেখা গেছে, তার বিরুদ্ধে সাতটি দুর্নীতির মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। এদের মধ্যে চারটি মামলার কার্যক্রম স্থগিত হয়েছে। বাকিগুলোর মধ্যে তিনটি মামলা বিচারাধীন এবং একটি মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে করা ২৫টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/ ১৮ ডিসেম্বর/ এমএবি/ আরএম/ টিআই/ এইচএফ/ ২২.৩০ঘ.)