রুহুল হকের সম্পদ বেড়েছে তিন কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ ডিসেম্বর, ২০১৩ ২৩:৩২:০৫
ঢাকা: গত পাঁচ বছরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ব্যক্তিগত সম্পদ বেড়েছে দুই কোটি ৯৩ লাখ ১৫ হাজার ৩০১ টাকা। নির্বাচন কমিশনে দেয়া আয়করের তথ্য বিবরণী সূত্রে এ তথ্য মিলেছে।
২০০৮-০৯ অর্থবছরে রুহুল হকের মোট সম্পদ ছিল চার কোটি ৯৭ লাখ ২১ হাজার ৪৪৬ টাকা। দায় ছিল ১৭ লাখ টাকা। অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরের আয়কর বিবরণী অনুযায়ী তার সম্পদের পরিমাণ সাত কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৭৪৭টাকা। বর্তমানে তার দায় রয়েছে এক কোটি টাকা।
এছাড়া ২০০৮-০৯ অর্থবছরের আয়কর বিবরণী অনুযায়ী সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বছরে আয় ছিল ৫৫ লাখ ১৩ হাজার ৪৭৩ টাকা। অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরের আয়কর বিবরণী অনুযায়ী তার আয় ৭০ লাখ ২১ হাজার ৩৪১ টাকা।
হলফনামা অনুযায়ী রুহুল হকের শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, এফআরসিএস।
(ঢাকাটাইমস/ ১৮ ডিসেম্বর/ আরএম/ টিআই/ এমএবি/ এইচএফ/ ২৩.২১ঘ.)