logo ০১ জুলাই ২০২৫
ভারতের পাঁচটি মডেলের গাড়ি অনিরাপদ!
ঢাকাটাইমস ডেস্ক
০১ ফেব্রুয়ারি, ২০১৪ ১০:১৯:১৯
image

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক মোটরগাড়ির নিরাপত্তা মান যাচাইয়ের একটি সংস্থার পরিচালিত দুর্ঘটনা মোকাবেলার এক পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ছোট আকারের গাড়ি।


গ্লোবাল এনসিএপি নামে এই সংস্থার চালানো পরীক্ষায় দেখা গেছে এই মডেলের গাড়িগুলো দুর্ঘটনায় পড়লে তার থেকে মৃত্যু বা গুরুতরভাবে আহত হওয়ার আশঙ্কা খুব বেশি রয়েছে।


যে গাড়িগুলো এই তালিকায় রয়েছে তার মধ্যে আছে টাটার তৈরি জনপ্রিয় গাড়ি ন্যানো যেটি বিশ্বের সবচেয়ে কমমূল্যের গাড়ি।


এছাড়াও রয়েছে ভারতে তৈরি ফোর্ড, ভক্সওয়াগন এবং হাইউন্ডাই কোম্পানির কয়েকটি মডেলের গাড়ি।


ভারতীয় ক্রেতাদের জন্য গাড়ির দাম কম রাখতে বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গাড়ি থেকে বাদ দেওয়া হয়েছে। দেখা গেছে ভারতে গত বছর যত গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে শতকরা ২০ ভাগই এই পাঁচটি মডেলের গাড়ি।


এনসিএপির প্রধান ম্যাক্স মোসলি বলেন, "ইউরোপ ও আমেরিকায় গাড়িতে যেধরনের নিরাপত্তা মান এখন অত্যাবশ্যকীয়, তার তুলনায় ভারতের বাজারে চালু গাড়িগুলোর নিরাপত্তা মান যে বিশ বছর পিছিয়ে রয়েছে যা খুবই উদ্বেগের বিষয়"


ভারতে যেসব গাড়ির বিক্রি বেশি তার শতকরা ৮০ ভাগের দাম ৮ হাজার ডলারের কম।


সুজুকি মারুতির অলটো ৮০০, টাটার ন্যানো, ফোর্ডের ফিগো, হাইউন্ডাইয়ের আই-১০ এবং ভক্সওয়াগনের পোলো এই পাঁচটি মডেলের গাড়ি দুর্ঘটনার ধাক্কা সামলাতে ব্যর্থ হয়েছে।


এই ৫টি মডেলের কোনো গাড়িতে এয়ারব্যাগ নেই অথচ আমেরিকা ইউরোপের বাজারে একই মডেলের গাড়িতে এয়ারব্যাগ অত্যাবশ্যকীয়।


এই পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট প্রত্যেকটি গাড়ি প্রস্তুতকারকই বলেছে নিরাপত্তার বিষয়টি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গাড়ির চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই ত্রুটির জায়গাগুলো তারা খতিয়ে দেখছে।


ভারতে মধ্যবিত্তদের মধ্যে গাড়ির ব্যবহার সাম্প্রতিক বছরগুলোতে খুবই বেড়েছে, ফলে গাড়ির বাজারও বেড়েছে বহুগুণ।


একইসঙ্গে ভারতের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি- যার কারণ হিসাবে রয়েছে অনুন্নত রাস্তাঘাট ও বেপরোয়া গাড়ি চালানো ছাড়াও অনিরাপদ গাড়ি।


(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/জেএস)