logo ১৮ মে ২০২৫
মক্কায় রোজা রাখল ৩ বছরের শিশু!
ঢাকাটাইমস ডেস্ক
০৫ জুলাই, ২০১৪ ১৮:২১:৪৯
image

ঢাকা: শিশুরাও রোজা রাখে। তাই বলে তিন বছর বয়সে? এমনই খবর পাওয়া গেছে সৌদি আরবের মক্কায়। আরব নিউজের খবরে এ তথ্য জানা গেছে।


খবর বলছে, মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে তিন বছরের এক শিশু রোজাদারের সন্ধান পাওয়া গেছে। তার নাম মারিয়াম। তার বয়স মাত্র তিন বছর। বুধবার সে রোজা রেখেছে বলে জানায় তার পিতামাতা রাশিদ হাসান ও ইফার আবরো।


এত ছোট বয়সে মেয়ের এমন রোজার প্রতি আগ্রহে গর্বিত এই দম্পতি। তারা মহান আল্লাহর দরবারে এজন্য শুকরিয়া আদায় করেন। সবার কাছে মারিয়ামের জন্য দোয়াও চেয়েছেন তারা।


ইফার জানান, মেয়ের আগ্রহ দেখে আমরা তাকে একটি রোজা রাখার সুযোগ দেই। সে নিয়মিত আমাদের সাথে নামাজও আদায় করে।


রাশিদ হাসান বলেন, মারিয়ামের এ ঘটনা মুসলিম শিশুদের ইসলামের প্রতি আগ্রহী করে তুলতে পারে। যদি তাদের পিতা-মাতা তাদের এ ব্যাপারে সহযোগিতা করেন।


প্রসঙ্গত, মুসলিম রীতি অনুযায়ী ১০ বছরে শিশুরা প্রথম রোজা রাখার চেষ্টা করে থাকে। কিন্তু মারিয়াম তার আগেই রোজা রেখে দৃষ্টান্ত স্থাপন করল। সূত্র: আরব নিউজ


(ঢাকাটাইমস/৫জুলাই/এএসএ)