কাল জুমাতুল বিদা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৪ ১৮:০১:৪৩
ঢাকা: কাল শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়।
রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে দেশের ধর্মপ্রাণ কোটি কোটি মুসুল্লি এই পবিত্র মাসকে বিদায় জানাতে জুমার নামাজ আদায় করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে মুসুল্লিগণ নামাজ আদায় করবেন।
সব মসজিদে নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
(ঢাকাটাইমস/২৪জুলাই/এএসএ)