আরটিভি ইসলামিক ট্যালেন্ট হান্ট বিজয়ী মুরশেদ-আল আমীন
ঢাকাটাইমস ডেস্ক
২৪ জুলাই, ২০১৪ ২৩:০০:২১
ঢাকা: ক্বিরাত ও ইসলামী সংগীত বিষয়ক রিয়েলিটি শো আরটিভি ইসলামিক ট্যালেন্ট হান্ট-২০১৪ বিজয়ী হলেন-ক্বিরাতে সিলেটের মো. মুরশেদ সিরাজী ও সংগীতে পাবনার আল আমীন।
বৃহস্পতিবার আরটিভির তেজগাঁ বেঙ্গল স্টুডিওতে গ্রান্ডফিনালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।
আরটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হূমায়ুন কবীর বাবলু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চলতি বছর ক্বিরাত ও সংগীতের (গজল-হামদ-নাত) জন্য দেশের সব বিভাগে অডিশনের মাধ্যমে বিচারক দ্বারা প্রতিযোগী নির্বাচন করা হয়।
সঙ্গীতে বিচারক হিসেবে ছিলেন নজরুল শিল্পী এম এ মান্নান এবং গীতিকার, সুরকার ও শিল্পী ওবায়দুল্লা তারেক। ক্বিরাতে ছিলেন শায়খ ইউসুফ আল আজহারী।
(ঢাকাটাইমস/২৪ জুলাই/এজে)