logo ৩০ এপ্রিল ২০২৫
সারাদেশে অপরাধ বাড়ছে, প্রশাসনে শঙ্কা
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৪ ১৮:১৭:৫৫
image

ঢাকা: দেশজুড়ে অপরাধ বাড়ছে। এরমধ্যে খুন, ধর্ষণ, যৌন হয়রানি, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে। অপরাধ বাড়ার প্রবণতায় শঙ্কা প্রকাশ করেছেন বিভাগীয় কমিশনাররা।


তারা বলেছেন, সারাদেশে যে হারে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। এ জন্য সকল জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ও টাস্কফোর্সের অভিযান বৃদ্ধির দাবি তুলেছেন তারা।


সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বিভাগীয় কমিশনার সমন্বয় সভা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ  মোশাররাফ  হোসাইন  ভূইঞা।


সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। 


এছাড়া সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গঠিত জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটিগুলোকে সক্রিয় রাখতে বলা হয়েছে। প্রয়োজনে সন্ত্রাস ও নাশকতা রোধে গঠিত কোর কমিটির সভা করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ত্বরিত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেয়া হয়।


মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সভার কার্যপত্রে বলা হয়েছে, ২০১৪ সালের জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে অপরাধ বেড়েছে ৪৫৩টি। ঢাকা বিভাগে জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ৬৪৬টি। আগস্ট মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪০টি। চট্টগ্রাম বিভাগে জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ৪৬৮টি, আগস্ট মাসে তা বেড়েছে ৫৪৩টি। রাজশাহী বিভাগে জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ২৬৪টি, আগস্ট মাসে তা বেড়েছে ৩৬৪টি। খুলনা বিভাগে জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ২৭৪টি, আগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯টিতে।


বরিশাল বিভাগে জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ১৩৪টি, তা আগস্ট মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৬৯টিতে। সিলেট বিভাগে জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ১০৭টি, তা আগস্ট মাসে বেড়ে দাঁড়িয়েছে ১২৮টিতে। রংপুর বিভাগে জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ২৭৩টি, তা আগস্ট মাসে বেড়ে দাঁড়িয়েছে ৩২০টিতে। সকল মেট্রোপলিটন এলাকায় জুলাই মাসে অপরাধের সংখ্যা ছিল ৩৫৫টি, আগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১টিতে। সে হিসেবে জুলাই মাসে মোট অপরাধের সংখ্যা ছিল ২ হাজার ৫২১ টি। আগস্ট মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৪টি।


যৌন হয়রানিও বাড়ছে:


আগের চেয়ে যৌন হয়রানিও বেড়েছে। মন্ত্রণালয়ের এক হিসেবে দেখা গেছে, জুলাই মাসে যৌন হয়রানির মামলা ছিল ৩৪টি। আগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩টিতে। এছাড়া অর্থদণ্ড প্রাপ্ত আসামিদের সংখ্যা জুলাই মাসে ছিল আটজন। আগস্ট মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এ ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সংখ্যাও বেড়েছে। জুলাই মাসে ২৫জন কারাদণ্ড ভোগ করলেও আগস্ট মাসে তা বেড়ে হয়েছে ২৭জন।


সভায় বিভাগীয় কমিশনাররা বলেছেন, যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় অব্যাহত রয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিব তাদেরকে যৌন হয়রানি প্রতিরোধে গণসচেতনা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।    


অপরাধ আগের তুলনায় বাড়ছে স্বীকার করে ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা অপরাধ প্রতিরোধে সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছি। বিষয়টি নিয়ে আজ (রবিবার) মন্ত্রণালয়ে বিভাগীয় সমন্বয় সভায় আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে।’


এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইঞা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সারাদেশের অপরাধসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে আমরা নিয়মিত বৈঠক করি। এ বৈঠকে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধ বাড়ার ঘটনায় শঙ্কার কোনো কারণ নেই। সব কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। অপরাধের যে সংখ্যাটি বেড়েছে তা উদ্বেগজনক নয়।’


(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এইচআর/এমএম)