বিএনপির মহাসমাবেশ এ মাসেই, ডিসেম্বরে গণঅবস্থান
কিরণ সেখ, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৪ ২০:৫০:২৯

ঢাকা: ক্ষমতাসীনদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের দিকে না গিয়ে জনসম্পৃক্তমূলক কর্মসূচির কথা চিন্তা করছে বিএনপি। ফলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, হত্যা-গুম-অপহরণ বন্ধসহ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আপাতত ঢাকায় মহাসমাবেশ, গণঅবস্থানের পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া ময়মনসিংহে খালেদা জিয়ার জনসভার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসে ঢাকায় সমাবেশ করা হবে। ময়মনসিংহে খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ডিসেম্বরে ঢাকায় বিএনপি গণঅবস্থান কর্মসূচি দেবে এমন তথ্যও জানা গেছে।
ঈদের পর কঠোর কর্মসূচির কথা বার বার বলে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে আন্দোলনে ধীরে চলো নীতিতেই এগোচ্ছে বিএনপি। গত সোমবার ঈদ-উল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্তিক সম্মেলন কেন্দ্রে সবস্তরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বেগম খালেদা জিয়া বলেন, দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না, সময় হলেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপির হাইকমান্ড সূত্র জানিয়েছে, ঢাকায় মহাসাবেশ ও ঢাকার বাইরে জনসভাকে গুরুত্ব দেয়া হচ্ছে। ঈদের পরে লাগাতার কর্মসূচি কথা এখন ভাবা হচ্ছে না।
এদিকে বিএনপির প্রতিষ্ঠা বার্কীতে সরকারবিরোধী আন্দোলনের ব্যাপারে ধীরে চলো নীতির কথা বলছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সংগঠনের ভিতরে অনেক দুর্লতা আছে। আগে সেগুলো দূর করতে হবে, তারপর আন্দোলন। তবে এর মধ্যে জনগণের দাবি আদায়ে আমাদের ইস্যু ভিত্তিক আন্দোলন অব্যাহত থাকবে।
এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ শেষে সভা, সমাবেশ ও গণঅবস্থানের কথা বিএনপি চিন্তা করছে। তবে কবে নাগাদ এই কর্মসূচিগুলো দেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে বিএনপির নীতিনিধারকেদের মধ্যে এখনও আলোচনা হচ্ছে।
(ঢাকাটাইমস/ ৭ অক্টোবর/ কেএস/ এএসএ)