ঢাকা: ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচন নিয়ে গেজেট গেইম চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো গেজেট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনে পৌঁছেনি।
গত ২৮ জানুয়ারিতেই সুলতানগঞ্জ ইউনিয়নের সীমানা জটিলতা নিরসন করে গেজেট প্রকাশ করা হয়েছিল বিজি প্রেসের ওয়েবসাইটে।কিন্তু এ তথ্য জানা ছিল না নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, গেজেট প্রকাশের বিষয়টি আমাদের জানা ছিল না এবং আমাদেরকে জানানোও হয়নি।
গত মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে গেজেট প্রকাশের বিষটি প্রকাশিত হওয়ার পর ইসির নজরে আসে।
এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেই গেজেট নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানানো হয়। কিন্তু এখনো পর্যন্ত কোন গেজেট ইসিতে পৌঁছেনি বলে বিষয়টি একটি গেইম বলেই মনে করছেন অনেকে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এটা একটা গেইম। ডিসিসি নির্বাচন করতে চাইলে ২৮ তারিখে প্রকাশিত গেজেট ইসিকে কেনো জানানো হয়নি। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইসিতে গেজেট পাঠানো হয়েছে বলা হলেও আজ তৃতীয় দিন হয়ে গেল ইসিতে এখনো কোন গেজেট এসে কেন পৌঁছেনি? এ প্রশ্ন এখন ইসি কর্মকর্তাসহ অনেকেরই ।এ নিয়ে নির্বাচন কমিশনে ভিন্ন ভিন্ন মতও চলছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ঢাকাটাইমসকে বলেন, এখনো আমাদের কাছে কোন গেজেটের কপি পৌঁছেনি। আমরা অপেক্ষা করছি।
গেজেট তো আপনারা ওয়েবসাইটে দেখেছেন, তাহলে অপেক্ষা করছেন কেন, জানতে চাইলে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের অফিসিয়ালি নির্বাচন করতে না বললে তো আমরা নির্বাচন করতে পারবো না। ডিসিসি নির্বাচন স্থানীয় মন্ত্রণালয়ের হাতে। আমাদেরকে তারা নির্বাচন করার জন্য অফিসিয়ালি চিঠি দিয়ে জানাবে এরপর আমরা নির্বাচন করবো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, গেজেট প্রকাশ যে হয়েছে তা তো ইসি অবগত এবং বিজি প্রেসের ওয়েবসাইটেও গেজেটের বিষয়টি রয়েছে। কোথাও তো বলা নেই যে সরকার বলবে এরপর ডিসিসি নির্বাচন করতে হবে। আইন অনুযায়ী নির্বাচন করার দায়িত্ব তো ইসির। সীমানার যে সমস্যা ছিল তার সমাধান হয়েছে, এখন চাইলেই ইসি নির্বাচন করতে পারে।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় তো এখান থেকে বেশি দূরে নয়। গেজেট এখানে পৌঁছতে তো এতদিন লাগার কথা নয়।
সীমানা জটিলতা নিরসন তো হয়েছে। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোন চিঠি না আসলে ইসির পক্ষ থেকে যোগাযোগ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করার প্রয়োজন হলে করবো।
তবে নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোন আগ্রহ না দেখালেও ইসি উদ্যোগী হলেও কোনো লাভ নেই।
এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশিত গেজেট প্রিন্ট করে বিভিন্ন কার্যক্রম শুরু করছেন।
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/ইরা/এআর/ ঘ.)